উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল – ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর ভাঙন কবলিত দুটি ইউনিয়নের বিভন্ন এলাকা পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।
ফরিদপুরে ভাঙন কবলিত এলাকায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চর মানাইর ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তারা। এরপর প্রতিনিধি দলটি আকোটের চর ইউনিয়নের পরিদর্শনে যায়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমান, ফরিদপুর পশ্চিম অঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সুলতান মাহমুদ ও ফরিদপুর নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন প্রমুখ।

পরিদর্শন শেষে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, “আমরা আজকে ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদ ও পদ্মা নদীর ভাঙন কবলিত দুটি এলাকা পরিদর্শন করেছি। অতিদ্রুত এইসব এলাকার ভাঙন রোধে ব্যবস্থা নিতে বলেছি পানি সম্পদ মন্ত্রণালয়কে। আশা করছি, তারা নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেবেন।”
আরও দেখুনঃ