পুলিশের মামলায় গ্রেপ্তার দুই ইউএনওর ওপর এলাকাবাসীর হামলা

পুলিশের মামলায় গ্রেপ্তার দুই-ইউএনওর ওপর এলাকাবাসীর হামলা,ফরিদপুরের মধুখালীতে ইউএনওর উপর হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দায়ের করা মামলার আসামি দেখিয়ে তাদের গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পুলিশের মামলায় গ্রেপ্তার দুই ইউএনওর ওপর এলাকাবাসীর হামলা

 

পুলিশের মামলায় গ্রেপ্তার দুই ইউএনওর ওপর এলাকাবাসীর হামলা

গ্রেপ্তার দুজন হলেন- ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের শহিদুল ইসলাম (৩০) ও জাহিদুল ইসলাম (৫২)।

ওই ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় ডুমাইন ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান( সাময়িক বহিষ্কৃত) এবং আওয়ামী লীগ নেতাসহ মোট আট জনকে গ্রেপ্তার করল মধুখালী থানা-পুলিশ। এরমধ্যে ছয়জনকে ইউএনওর গাড়ি চালক সুমন শেখের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

৪ মে নিশ্চিন্তপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি নির্মাণ ও জমির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ইউএনওর দেহরক্ষী আনসার সদস্যের হাতে এক নারী রক্তাক্ত হলে এলাকাবাসীর-হামলায় ইউএনও, আনসার, পুলিশ, চার নারীসহ ১৫ জন আহত হন। ইউএনও গাড়িও ভাঙচুর করা হয়।

 

পুলিশের মামলায় গ্রেপ্তার দুই ইউএনওর ওপর এলাকাবাসীর হামলা

 

আরও পড়ুন:

১ thought on “পুলিশের মামলায় গ্রেপ্তার দুই ইউএনওর ওপর এলাকাবাসীর হামলা”

Leave a Comment