কানাইপুরে বিজয় কনসার্ট – মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের সদর উপজেলার কানাইপুরে ইউনিয়ন যুবদল নেতা খায়রুজ্জামান খাজার উদ্যোগে জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটি বিজয় কনসার্ট কানাইপুরের ট্রাক স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের কানাইপুরে বিজয় কনসার্ট
স্থানীয় যুবদল নেতা- মো. নাজমুল হোসেন, মো. রাশেদ তালুকদার, মো. রাসেল মাতুব্বর, মো. নাজিম দেওয়ান, রেজাউল খান, মো. মাজেদ হাওলাদার, মো. রতন গাজী ও ছাত্রদল নেতা তানজিন ইভান চপলের তত্ত্বাবধানে, এবং জেড. এম. রাইস এণ্ড কনজুমার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. জহির মোল্লার আয়োজনে ওই বিজয় কনসার্টটি অনুষ্ঠিত হয়। বিজয় কনসার্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনসার্টটি উপভোগ করেন ইউনিয়ন যুবদল নেতা খায়রুজ্জামান খাজা।

দেশাত্মবোধক গান দিয়ে শুরু হওয়া ওই বিজয় কনসার্টে সংগীত পরিবেশন করেন- ফরিদপুরের তোমরা কান্দির গুণী সংগীত শিল্পী আশরাফুল আলম আকাশ, খ্যাপা প্রিন্স ও শিমু সরকার এবং কুষ্টিয়া জেলা থেকে আগত শিল্পী চাঁদনী ও মীম। সন্ধ্যা ৭ টা থেকে শুরু হয়ে প্রায় মধ্য রাত পর্যন্ত ওই বিজয় কনসার্টটি উপভোগ করেন স্থানীয় ছাত্র ও যুব সমাজ সহ সব বয়সের উল্লেখযোগ্য সংখ্যক দর্শকশ্রোতা।

আরও দেখুনঃ