ফরিদপুরে গ্রেপ্তার আতঙ্কে দুই গ্রাম পুরুষ শূন্য

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনায় ফরিদপুরের নগরকান্দায় গ্রেপ্তার আতঙ্কে দুই গ্রাম পুরুষ শূন্য।

 

ফরিদপুরে গ্রেপ্তার আতঙ্কে দুই গ্রাম পুরুষ শূন্য

 

স্থানীয় বাসিন্দারা জানান, এ সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করে পুলিশ। এরপর গ্রামের বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে। মামলায় ৫শ’ থেকে ৬শ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মূলত এ খবর ছড়িয়ে পড়তেই গ্রামের পুরুষরা গ্রেপ্তার আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে। অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে হাট-বাজারের অনেক দোকান বন্ধ। তবে নিরাপরাধ কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

এর আগে গত শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার ফুলসুতি  ইউনিয়নের সলিথা গ্রাম ও পৌরসভার মিরাকান্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের  ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের ক্লাব ভাঙচুরের পর লুটের অভিযোগ ওঠে। এ ঘটনায় ৬ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া যায়।

সবশেষ শনিবার রাতে পুলিশ বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করে। মামলাটি  দায়ের করেন থানার উপ-পরিদর্শক ইরানুল ইসলাম। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে, ৫শ’ থেকে ৬শ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অভিযান চালিয়ে ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নগরকান্দা থানার ওসি সফর আলী বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথভাবে দুটি গ্রামে অভিযান চালানো হচ্ছে। অভিযানের সময় অনেকে আত্মগোপনে চলে গেছে । ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। আমরা নিরীহ কাউকে গ্রেপ্তার ও হয়রানি করবো না।

 

আরও দেখুনঃ

Leave a Comment