সড়ক দুর্ঘটনায় কর্মকর্তাসহ পুলিশের চারজন আহত ফরিদপুরে,ফরিদপুরের-নগরকান্দায় সড়ক-দুর্ঘটনায় খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) হাফিজুর রহমান ওরফে হাফিজসহ পুলিশের চারজন-আহত হয়েছেন।রোববার রাত ৯টার দিকে ফরিদপুরের-নগরকান্দা উপজেলার আলগাদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় কর্মকর্তাসহ পুলিশের চারজন আহত ফরিদপুরে
পুলিশ জানায়, ওয়েলকাম পরিবহনের একটি বাস গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে বাসটি এলে বাসের সামনে গাছের ডাল ভেঙে পড়ে। ফলে বাসটি থেমে যায়। ওই সময় একই দিক থেকে আসা খুলনা জেলা পুলিশের একটি পিকআপ ভ্যান বাসটিকে পেছনের দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে পুলিশের পিকআপে থাকা চারজন আহত হন।
আহত বাকি তিনজন হলেন খুলনা জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আইয়ুব হোসেন, কনস্টেবল রাকিব হোসেন ও মো. ফয়সাল।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ আহতদের উদ্ধার করে এখানে ভর্তি করে। স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি খুলনা চলে যান। বাকি তিন পুলিশ সদস্যকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনায় পুলিশের চারজন-আহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:
১ thought on “সড়ক দুর্ঘটনায় কর্মকর্তাসহ পুলিশের চারজন আহত ফরিদপুরে”