ছেলের জানাজায় বাবা প্যারোলে মুক্তি পেয়ে

ছেলের জানাজায় বাবা প্যারোলে মুক্তি পেয়ে,ফরিদপুরের আলফাডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে ছেলের জানাজায় অংশ নিলেন বাবা। শুক্রবার প্যারোলে পাঁচ ঘণ্টার জন্য মুক্তি পেয়ে ছেলের জানাজায় অংশ নেন সালাউদ্দিন বিশ্বাস নামের ওই ব্যক্তি।

 

ছেলের জানাজায় বাবা প্যারোলে মুক্তি পেয়ে

 

ছেলের জানাজায় বাবা প্যারোলে মুক্তি পেয়ে

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আলফাডাঙ্গা গোপালপুর সড়কের পাগলের আস্তানা সংলগ্ন এলাকায় কালবৈশাখীতে গাছচাপায় মারা যায় সালাউদ্দিন বিশ্বাসের ছেলে আশরাফুজ্জামান (১২)। সে পেশায় একজন চা বিক্রেতা ছিল।

সালাউদ্দিন বিশ্বাস উপজেলার বাকাইল গ্রামের বিশ্বাস পাড়া মহল্লার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সালাউদ্দিন বিশ্বাস চেক জালিয়াতি মামলায় কারাগারে রয়েছেন। ছেলের জানাজায় অংশ নিতে তিনি প্যারোলে পাঁচ ঘণ্টার (বেলা ১১টা থেকে বিকেল ৪টা) জন্য মুক্তি পান। জানাজা শেষে জেলা পুলিশ ফোর্সের মাধ্যমে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আলফাডাঙ্গা পৌরসভার মেয়র আলী আকসাদ ঝন্টু বলেন, ছেলেটির মৃত্যু বেদনাদায়ক। তার বড় ভাই বছরখানেক আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। আবার ছেলেটির বাবা একটি মামলায় কারাগারে। পরে আমি তার প্যারোলে মুক্তি পাওয়ার ব্যবস্থা করেছি।

 

ছেলের জানাজায় বাবা প্যারোলে মুক্তি পেয়ে

 

আরও পড়ুন:

১ thought on “ছেলের জানাজায় বাবা প্যারোলে মুক্তি পেয়ে”

Leave a Comment