সন্ধান মেলেনি মানসিক প্রতিবন্ধী রুনার তিন দিনেও

সন্ধান-মেলেনি মানসিক প্রতিবন্ধী রুনার তিন দিনেও,ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রুনা আক্তার (২৯) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি একজন মানসিক প্রতিবন্ধী, যার কারণে ভালোভাবে কথাও বলতে পারেন না।

 

সন্ধান মেলেনি মানসিক প্রতিবন্ধী রুনার তিন দিনেও

 

সন্ধান মেলেনি মানসিক প্রতিবন্ধী রুনার তিন দিনেও

এ ঘটনায় সোমবার নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়রি করেছে নিখোঁজের পরিবার। নিখোঁজ রুনা আক্তার উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের করিম মোল্লার মেয়ে।

নিখোঁজের ভাই মো. ফারুক মোল্লা  বলেন, গত ২৩ এপ্রিল বেলা ১১টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় রুনা। এরপর থেকে সে নিখোঁজ। তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সময় তার পরণে একটি হালকা হলুদ রঙের থ্রি-পিস ছিল।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

তিনি বলেন, আমার বোন রুনা তার নাম, বাবার নাম, ঠিকানা কিছুই বলতে পারে না। যদি কোনো সহৃদয়বান রুনার সন্ধান পেয়ে থাকেন তাহলে ফরিদপুরের নগরকান্দা থানায় যোগাযোগের অনুরোধ করেন তিনি।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, এ ঘটনায় সোমবার থানায় একটি সাধারণ ডায়রি করেছে ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

 

সন্ধান মেলেনি মানসিক প্রতিবন্ধী রুনার তিন দিনেও

 

আরও পড়ুন:

১ thought on “সন্ধান মেলেনি মানসিক প্রতিবন্ধী রুনার তিন দিনেও”

Leave a Comment