ভাঙ্গায় সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ খবর দিয়ে শুরু করছি ফরিদপুর জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

ভাঙ্গায় সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ | সারা সপ্তাহের খবর
ভাঙ্গায় সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ, আহত ২০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে ও বুধবার সকালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ১২টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
নারকেলগাছে উঠে নামতে পারছিল না কিশোর, ৯৯৯-এ কল পেয়ে গেল ফায়ার সার্ভিস
ফরিদপুরে একটি নারকেলগাছে উঠে আর নামতে পারছিল না এক কিশোর। পরে গাছের নিচে থাকা তার ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে প্রায় ৫০ ফুট উচ্চতার গাছ থেকে তাকে নামিয়ে আনেন। ফরিদপুরের মধুখালী পৌরসভার পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি দেওয়া ছাত্রলীগ নেতার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল হোসেন বাদী হয়ে এ মামলা করেন।
কোমরে পিস্তল গুঁজে সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জনমনে ভীতি প্রদর্শন, জনমনে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা করা হয়।

ফরিদপুরে গৃহবধূ হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
ফরিদপুরে গৃহবধূ শান্তা (২২) হত্যা মামলার আসামি তাঁর স্বামী বাচ্চু শেখকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুরে ইউপি নির্বাচনে ভোট দিচ্ছেন পোলিং কর্মকর্তা
ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ১০৩টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ভোটারদের বেশির ভাগই ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি জানেন না। এতে ভোট গ্রহণে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন ভোটাররা।
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো নসিমন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি নসিমন। এসময় নসিমনটি প্রায় দেড় কিলোমিটার দূরে ঠেলে নিয়ে আসে ট্রেনটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন নসিমনচালকসহ দুই যাত্রী। এ দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা আটকে পড়ে ট্রেনটি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সিজার করতে গিয়ে কেটে ফেলা হলো গৃহবধূর জরায়ু
ফরিদপুর শহরের মা ও শিশু জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় ভুল করে এক গৃহবধূর জরায়ু কেটে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের মোহনমিয়া নতুনহাট এলাকার মো. রুবেল মোল্লার স্ত্রী। তিনি একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন।

ফরিদপুরে মাদক মামলায় জামাই-শ্বশুরের যাবজ্জীবন
ফরিদপুরে দুই মাদক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়। সম্পর্কে দুজন জামাই-শ্বশুর। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আরও দেখুনঃ

২ thoughts on “ভাঙ্গায় সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ | সারা সপ্তাহের খবর”